আশুলিয়ায় ৫৪ ঘণ্টা পর সড়ক ছেড়ে গেল শ্রমিকরা

সাভার সংবাদদাতা
সাভার সংবাদদাতা
শেয়ার
আশুলিয়ায় ৫৪ ঘণ্টা পর সড়ক ছেড়ে গেল শ্রমিকরা
সড়কটিতে যানচলাচল শুরু হয়েছে। ছবি : কালের কণ্ঠ

আশুলিয়ায় সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণের দাবিতে টানা ৫৪ ঘণ্টা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখার পর আজ বুধবার দুপুর ১ টার দিকে যৌথবাহিনীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা। এর আগে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দফায় দফায় অবরোধকারী শ্রমিকদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেন। সবশেষে দুপুরে একটার দিকে সেনাবাহিনীর সদস্যরা কারখানা মালিককে আটক করে পাওনা পরিষদের আশ্বাস দিলে শ্রমিকরা রাস্তা ছেড়ে কারখানায় সামনে অবস্থান নেয়।

আরো পড়ুন
চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির যৌক্তিকতা আছে : কমিটি আহ্বায়ক

চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির যৌক্তিকতা আছে : কমিটি আহ্বায়ক

 

এদিকে টানা তিন দিন পর নবীনগর-চন্দ্রা মহাসড়ক, বাইপাইল আব্দুল্লাহপুর সড়ক ও ঢাকা-আরিচা মহাসড়কের প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটে আটকে থাকা হাজার হাজার যানবাহন সীমিত আকারে চলাচল শুরু করেছে।

বিকেল নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়ে‌ আসবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

এর আগে সকালে বাইপাইল এলাকায় গিয়ে দেখা যায়, অবরোধের কারণে পার্শ্ববর্তী বাইপাইল আব্দুল্লাহপুর সড়ক ও ঢাকা-আরিচা মহাসড়কেও যানজট সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে ৩ সড়কে প্রায় ৩০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। যানজটের কারণে স্থবির হয়ে পড়েছে ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক।

এসব সড়কে বেশিরভাগই মালবাহী ট্রাক, কাভার্ডভ্যান, ও স্বল্প সংখ্যক যাত্রীবাহী বাস রয়েছে। যানজটের কারণে অনেককেই পায়ে হেঁটে গন্তব্যস্থলে রওনা হতে দেখা গেছে। 

আরো পড়ুন
মাহমুদুর রহমান কারাগারে : যা বললেন আসিফ নজরুল

মাহমুদুর রহমান কারাগারে : যা বললেন আসিফ নজরুল

 

শ্রমিকরা জানায়, ২৭ তারিখের ইস্যু করা নোটিশের মাধ্যমে গত ২৮ আগস্ট আশুলিয়ার বাইপাইল এলাকার বার্ডস গ্রুপের সকল কারখানা লে-অফ ঘোষণা করা হয়। এসময় শ্রমিক কর্মচারীদের আগস্ট মাসের বেতন সেপ্টেম্বরের ১০ তারিখ ও সার্ভিস বেনেফিটসহ ক্ষতিপূরণ ৩০ সেপ্টেম্বর পরিশোধের দিন ধার্য করা হয়।

চুক্তিমত শ্রমিকদের বেতনের টাকা পরিশোধ করলেও ৩০ সেপ্টেম্বর সার্ভিস বেনেফিটসহ ক্ষতিপূরণের টাকা প্রদানের আরো তিন মাস সময় চেয়েছেন প্রতিষ্ঠানটি। নির্ধারিত টাকা পরিশোধ না করায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এদিকে শ্রমিকদের টাকা পরিশোধ না করলেও শ্রমিক নেতাদের প্রায় সাড়ে ৮ লাখ টাকা উৎকোচ হিসাবে প্রদান করে কারখানা কর্তৃপক্ষ।

অবরোধকারী শ্রমিকরা আরো জানায়, আজকে তিন দিন ধরে আমরা খেয়ে না খেয়ে মহাসড়কে অবস্থান করছি। কারখানা কর্তৃপক্ষ আমাদের পাওনা পরিশোধের তারিখ দিয়ে সেই তারিখ আবার পরিবর্তন করে ৩ মাস সময় বর্ধিত করেছে।

এরই মধ্যে মালিক পক্ষের লোকজন কারখানার বিভিন্ন মেশিনারিজ ও ঝুটসহ মূল্যবান মালামাল বিক্রি করে দিয়েছে। এখনো কোটি কোটি টাকার মেশিন ভিতরে রয়ে গেছে। সেখানে আমাদের পাওনা মাত্র ২৬ কোটি টাকা। 

আমাদের বেতন পরিশোধের নির্দিষ্ট তারিখ দেওয়ায় আমরা বিভিন্ন জায়গা থেকে আশুলিয়ায় এসেছি। এখানে আমাদের থাকা খাওয়ার কোনো ব্যবস্থা না থাকায় রোদে পুড়ে এবং বৃষ্টিতে ভিজে মহাসড়কেই অবস্থান করছি। দেশের সরকার কিংবা বিজিএমইএ-এর এমন কোনো লোক নেই যারা আমাদের পাওনা পরিশোধের দায়িত্ব নিবেন? আমাদের অনেকেই ছোট ছোট বাচ্চা নিয়ে এখানে এসেছি। যতক্ষণ আমাদের পাওনা পরিশোধ করা না হবে ততক্ষণ আমরা সড়কেই অবস্থান করব।

বিক্ষুব্ধ শ্রমিক শহিদুল ইসলাম বলেন, একজন লোকের জন্য আমরা ছয়-সাত হাজার শ্রমিক তিন দিন ধরে রাস্তায়। সড়ক অবরোধের কারণে গাড়ি বন্ধ থাকায় আটকে পড়া পরিবহনে থাকা কাঁচামালসহ বিভিন্ন ধরনের পণ্য নষ্ট হয়ে যাচ্ছে। আমরা রাস্তা অবরোধ করে রাখতে চাই না। অবিলম্বে বার্ডস গ্রুপের মালিক মোস্তফাকে গ্রেপ্তার করে আমাদের পাওনা পরিশোধ করা হোক।

আরো পড়ুন
বিশ্বের চোখ লেবাননের দিকে, এদিকে গাজায় হত্যা চলছেই

বিশ্বের চোখ লেবাননের দিকে, এদিকে গাজায় হত্যা চলছেই

 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, বার্ডস গ্রুপের মালিককে গ্রেপ্তারের খবর পেয়ে দুপুর ১ টার দিকে আন্দোলনরত শ্রমিকরা সড়ক ছেড়ে দিয়েছেন। এরপর সড়কটিতে যানচলাচল শুরু হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত সোমবার সকাল সাড়ে ৯ টা থেকে আশুলিয়ার বাইপাইল এলাকার বার্ডস গ্রুপের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

শিশুকে পুকুরে ফেলে দেওয়া সেই শিক্ষক কারাগারে

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি
শেয়ার
শিশুকে পুকুরে ফেলে দেওয়া সেই শিক্ষক কারাগারে

কুমিল্লার বুড়িচংয়ে বালু নিয়ে খেলা করায় মিফতাহুল মাওয়া নামের চার বছরের এক শিশুকে পুকুরের পানিতে ফেলে দেওয়া সেই শিক্ষক শাহজাহান ফজলুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন চাইলে তিনি নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

কুমিল্লা কোর্ট ইন্সপেক্টর মুজিবুর রহমান কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৬ জানুয়ারি বিকেলে জেলার বুড়িচং সদর ইউনিয়নের পূর্বপাড়া মঞ্জুর আলী সর্দার বাড়িতে সড়ক পাশে থাকা বালু নিয়ে খেলা করায় মিফতাহুল মাওয়া নামের ৪ বছরের এক শিশুকে পুকুরের পানিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠে শিক্ষক শাহজাহানের বিরুদ্ধে।

এসময় মিফতাহুলের বড় বোন গালিবা সুলতানা তার পা ধরে ক্ষমা চাইলেও তিনি শিশুটিকে পানি থেকে না উঠিয়ে বাসায় চলে যান। পরে তার চিৎকারে শিশু মাওয়াকে বাঁচাতে এগিয়ে আসেন এক নারী পথচারী। তাকে উদ্ধার করে দ্রুত বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

একই দিন সন্ধ্যার পর এ ঘটনার ৪ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এরপর কুমিল্লাজুড়ে সমালোচনার ঝড় উঠে। পরে ওই রাতেই আহত শিশু মিফতাহুল মাওয়া সামছুন নাহার তানিয়া বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির শিক্ষক অভিযুক্ত শাহজাহান ফজলুর রহমান গা ঢাকা দেন।

মঙ্গলবার দুপুরে শিক্ষক শাহজাহা কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

আহত শিশু মিফতাহুল মাওয়া পূর্বপাড়া মঞ্জুর আলী সর্দার বাড়ির সৌদি প্রবাসী নজির আহমেদের মেয়ে।

মিফতাহুলের মা সামছুন নাহার তানিয়া বলেন, ‘তিনি একজন শিক্ষক হয়েও আমার মেয়েকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পানিতে ফেলে দিয়েছেন। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

মন্তব্য

নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে প্রাইভেটকারের ধাক্কা, দুলাভাই-শ্যালক নিহত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
শেয়ার
নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে প্রাইভেটকারের ধাক্কা, দুলাভাই-শ্যালক নিহত
সংগৃহীত ছবি

বগুড়া প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত হয়েছেন। তারা সম্পর্কে দুলাভাই ও শ্যালক। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার গোকুলে ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন- বগুড়া শহরের আটাপাড়া এলাকার মোহাম্মদ বাবুল হোসেন (৫৭) এবং সুলতানগঞ্জ পাড়ার নজরুল ইসলাম (৭০)।

বাবুলের ভগ্নিপতি নজরুল।

কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান জানান, গাইবান্ধা থেকে ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন। তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে টিএমএসএস মেডিক্যাল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি ঘটনাস্থল থেকে উদ্ধার ও মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে। 

মন্তব্য

ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুলছাত্রের

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
শেয়ার
ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুলছাত্রের

জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ মিয়া (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার মহাদান ইউনিয়নের হিরণ্যবাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত পারভেজ মিয়া মহাদান ইউনিয়নের শ্যামেরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও স্থানীয় শিবপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে বন্ধুদের সঙ্গে পাশের গ্রাম হিরণ্যবাড়ী এলাকায় ব্যাডমিন্টন খেলতে যায় পারভেজ।

ব্যাডমিন্টন মাঠে আলো জ্বালানোর জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্টের পর হার্ট অ্যাটাক হয়ে গুরুতর আহত হয়ে পড়ে। পরে স্থানীয়রা পারভেজ মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম বলেন, শান্ত স্বভাবের ছেলে ছিল পারভেজ। ছাত্র হিসাবেও মেধাবী ছিল সে। স্থানীয় স্কুলের দশম শ্রেণিতে পড়ত পারভেজ।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার চিকিৎসক রবিউল ইসলাম বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট রোগীকে নিয়ে আসে তার বন্ধু জিহাদ।

হাসপাতালে পৌঁছানোর আগেই পারভেজের মৃত্যু হয়। 

মন্তব্য

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা, ডাকাতিসহ ৭ মামলার আসামি গ্রেপ্তার

আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
শেয়ার
ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা, ডাকাতিসহ ৭ মামলার আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার একাধিক হত্যা, চুরি, ডাকাতি, নারী নির্যাতন, ও অপহরণসহ মোট সাতটি মামলার আসামি শাহাবুদ্দিন রাজকে (৩৮) অবশেষে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত আসামি নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের চারপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে।

পুলিশ মঙ্গলবার (২১ জানুয়ারি) তার চারপাড়া গ্রামে গোপন সূত্রে অভিযান চালিয়ে তাকে (শাহাবুদ্দিন) গ্রেপ্তার করে। 

এসময় তার কাছ থেকে ২টি দেশীয় তৈরি এলজি, ২টি রাউন্ড কার্তুজ, ২টি চাইনিজ কুড়াল, ১টি তালা কাটার অত্যাধুনিক মেশিন, চোরাই ৩টি ল্যাপটপ, ১টি সিপিও, ১টি প্রজেক্টর, ১টি পানির ফিল্টার উদ্ধার করা হয়।


পরে তাকে নবীনগর থানায় নিয়ে আসলে উৎসুক জনতা ও গণমাধ্যমকর্মীরা থানায় ভিড় জমায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক তাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘নবীনগর উপজেলার বাঙ্গরায় অবস্থিত এবাদুল করিম উচ্চ বিদ্যালয় থেকে সম্প্রতি ল্যাপটপ, সিপিও, প্রজেক্টর, পানির ফিল্টারসহ স্কুলের বেশ কিছু গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়। ওই ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আজ শাহাবুদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে স্কুলের চোরাইকৃত ওইসব মালামাল দেখতে পায়। এসময় তার বাড়ি থেকে দেশীয় দুটি অস্ত্র ও উক্ত মালামালসহ তাকে গ্রেপ্তার করা হয়।

ধৃত এই আসামির বিরুদ্ধে নবীনগর থানায় আজকের দুটি মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে।’

ওসি আরো জানান, এ ঘটনায় এসআই মো. শামীম ভূঁইয়া বাদী হয়ে অস্ত্র আইনে ১টি ও স্কুলের পক্ষ থেকে আরেকটি মামলা করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ